top of page
Search
  • Writer's pictureAyon Mukherjee

স্বরচিত কবিতাগুচ্ছ - ভাগ ২ [Self-written Poems - Part 2]

Updated: 6 days ago

২০১৯ - বর্তমান

[2019 - present]



বিশ্বাসে ফুটবল ১: কোপাজয়


মেসির পা'য়ে বল ছিল না তখন -

নীল-সাদাতে রাঙিয়ে দিত মাঠ

বাতিস্তুতার সোনালী চুল যখন -

আমার তখন বয়স সবে আট!


ব্রাজিল ছেড়ে - বাবার খারাপ লাগার

অভিমানে - মন খুঁজেছে দল।

লাতিন খেলার সরল জালে আবার

জড়িয়ে গেছে তরুণ মনের বল।


ব্যথার শুরু প্রথম জীবন থেকেই!

হারের মালা ঝুলিয়ে নিয়ে গলে',

কান্না-কাটি, ঝঞ্ঝা সাথে রেখেই

'নিরানব্বই, দু'হাজার-দুই চলে!


মারাদোনার প্রথম দৃশ্য তবু;

চলচ্ছবি, সচল কাব্য হেন;

বিষাদ-ব্যথা, দুঃখ ক'রে কাবু

চোখের তারায় ঘোর লাগাল' যেন!


'চারের হারে, 'পাঁচের হারে যখন

হৃদয় জ্ব'লে - উজান-মুখী রাগে -

গাইছে বেহাগ; বার্সেলোনায় তখন

মেসি নামক শীর্ণ আশা জাগে।


কে জানত' এই হারের মালাখানি

থোকায়-থোকায় কাঁটায়-কাঁটায় গাঁথা?

লাতিন তীরের সূর্য অস্তগামী,

কসাই সকল উঁচায়ে ধরে মাথা!


বছর এল, বছর গেল আশে'!

জার্মানি আর চিলির জয়ের ঘোড়ার

হ্রেষাধ্বনির কানফাটানো ত্রাসে -

নীল আর সাদার অকাল কবর খোঁড়ার!


চার বারে চার হারের বোঝা মাথায়

ছাড়ল' খেলা ভগ্নহৃদয় মেসি।

ধিকধিকিয়ে জ্ব'লতে থাকা আশায়

ঢালল' সে জল এবার শেষাশেষি!


কিন্তু দেশের দুর্গতিতে শেষে

নীল-সাদাতে মাঠের গণ্ডি পার -

একুয়াদোরে ঝোড়ো হ্যাট্রিকে সে

করল' জয়ের নূতন অঙ্গীকার!


তাও, যে হাওয়া লাগল নাওয়ের পালে -

মাতাল হাওয়া! মাতাল তরীর হার!

নোঙর ঠেকে ফরাসী জঞ্জালে -

ষোলোর সোপান আর হ'লো না পার!


'উনিশ এল জীর্ণ আশা নিয়ে -

খেলল' ভাল', জিতল' না তাও কিছু!

লাতিন ক্ষুরে বলখেলা শানিয়ে

ছুটল' আবার মেসির পিছুপিছু!


'একুশ জয়ের আশ মেটাল' শেষে!

বাইশ বছর অপেক্ষার এক ফল।

আঠাশ বছর চোখের জলে ভেসে

জিতল' ট্রফি নীল-সাদা একদল!


ব্রাজিল-গামী, উজানমুখী ঝোঁকে

দিমারিয়ার পায়ের আলতো ছোঁয়া;

বিশ্বখ্যাত গোলকিপারের চোখে

লাগল' যেন নীল-সাদা এক ধোঁয়া।


আক্রমণের উগ্রতাতে বিঁধে

রক্ষণেতে পাগলা মেসির মার;

দেপল্, দিবুর শিরদাঁড়া তাও সিধে;

হেরেও খুশী ঠোঁটকাটা নেইমার।


কাঁদল' সবাই - উরুগুয়ে, ব্রাজিলে -

মাঠেই দিয়ে শত্রুতাকে ঠাঁই;

মেসির জয়ে - সকল বন্ধু মিলে -

দেশ ছাপিয়ে আগলাল' এক ভাই।


রাতভোরে এক মাতাল, ঘরের কোনে -

সাগর পারে - ফেলল' চোখের জল;

সঙ্গীরা তার সঙ্গ দিল' ফোনে;

লাতিন হ'লো, বিশ্বাসে, ফুটবল!



সওয়া


যে কষ্ট সয়, তাকে ধাক্কা দিয়ে লোকে হাসে -

এই আমি দেখেছি জীবনে।

রক্ত তাই ছিনিয়ে নিতে হয়;

রক্তের জোর ছাড়া কষ্ট সওয়া যায় না।


যে অন্ধ হয়, তার চোখে ধুলো দিয়ে লোকে হাসে -

এই আমি দেখেছি জীবনে।

কাপড় তাই ছিনিয়ে নিতে হয়;

কাপড় না ছিঁড়ে চোখে ঠুলি পরা যায় না।


যে নগ্ন হয়, তাকে লজ্জা দিয়ে লোকে হাসে -

এই আমি দেখেছি জীবনে।

সূর্য তাই ছিনিয়ে নিতে হয়;

দিনের আলোয় নাহলে শরীর দেখা যায় না।


যে নম্র হয়, তাকে পায়ে মাড়িয়ে লোকে হাসে -

এই আমি দেখেছি জীবনে।

খাদ্য তাই ছিনিয়ে নিতে হয়;

পেট ভরে না খেলে পিঠে সওয়া যায় না।



পরিশিষ্ট ৭


স্বপনে এসো মা, স্বপন যদি থাকে;

স্মরণে এসো, মোরে স্মরণ যদি থাকে।

চেতনা দিও মোরে, শক্তি দিও; মোর

মরণে এসো, সাথী মরণ যদি থাকে!



অক্ষম


ব্যথাটা যে বড়ো বেশী গভীর,

অক্ষমতাটাও!

লেখা সব লুকিয়ে পড়ে বুকে,

উদ্বিগ্ন হৃদয় মূক;

বাস্তবের চলচ্ছবির বোবা দর্শক,

নিয়তির অদ্ভুত খেলায় দাবার কোনো ঘুঁটি।


ভারী মনকে হালকা করতে লেখা;

নির্জীব মনকে বাঁচাতে কী লেখে?

আঘাত শুকিয়ে ক্ষত; মেনে নেওয়া,

ক্ষত শুকিয়ে চুমটি -

সেই চুমটি পেকে আবার নতুন আঘাত -

নিয়তির অদ্ভুত খেলার অজানা পরিণতি।


মানুষ কি কখনও বোঝে "মা" কাকে বলে?

অনুভব করেনা কি শুধু?

বোধ-বুদ্ধির অতীত এক আদিম নাড়ির-টান,

নিঃসর্ত ভালোবাসা আর

অকাল-ভাসানে কোন্ অপরিসীম শূন্যতা!

নিয়তির অদ্ভুত খেলা - মর্ত্যলোকে ছুটি।



Chandalfaaz 25


Woh baat karti hai to kabhi baatein hoti hai,

Warnaa yun akeli humaari raatein hoti hai,

Ho gar meherbaan kabhi saazishh-e-mohabbat,

To chhup kar khwaabon mein mulaakaatein hoti hai.



Chandalfaaz 24 (Naa-mukammal)


Royengey hum, agar aas bhi niraash karein;

Royengey hum, jo taqdeer bhi naaraaz karein.



Chandalfaaz 23


Koi aaye, kisi bahaane,

Humein maut mein sulaane;

Rooh ke ab sab fasaane

Hai zamaane se fariyaad.


Koi aaye, kisi bahaane,

Is dil ki lau bujhaane;

Hai wajood ke kaidkhaane

Aur zamaane se fariyaad!



Chandalfaaz 22


Agar baat nahi kiye, to baat banegi kaisey?

Baaton pe baat, laathon pe laath padegi kaisey?

Agar laathein na padey, to sarkaar giregi kaisey?

Aur agar sarkaar naa girey,

To zimmedaariyon pe desh khadi utregi kaisey?



Chandalfaaz 21


Ek waqt kaa faaslaa huyaa, zindagi muh-kar gayi,

Ek shaakh se giri huyi patte si woh bikhar gayi,

Hum akele zindegaani lut kar beetaa diye -

Ek aankh mein nami rahi, doosre se boondein jharh gayi.



Chandalfaaz 20


Tab ek zamaanaa huyaa kartaa thaa,

Jaam zaroorat huyaa kartaa thaa.

Ghunt se pehle, ghunt ke baad,

Alag fasaanaa huyaa kartaa thaa.



পরিশিষ্ট ৬


কেমন যেন লাগে -

বুকের ওপর একটা চাপ!

সবই কি একই কারণে -

সবই অধর্মের অভিশাপ?



পরিশিষ্ট ৫


ভাঙছি আমি রোজ;

এই জীবনের বদান্যতায়

স্বপ্ন সব নিখোঁজ!



Residues 2


On the edge of a knife,

Trying to survive what is not much of a life!



Chandalfaaz 19


Dil yaad rakhti hai kisse-kaahaaniyaa,

Chhupe khazaano ki tarah.

Waqt mein beh jaati hai bebaak zindagi,

Beetein zamaano ki tarah.



আশা


আমার স্মৃতি ডুবিয়ে দিলাম জলের কিনারায়,

তোমার স্রোতে ভাসিয়ে দিলাম সকল বিষাদ, হায়!

সেই যে কবে চোখের তারার গোপন ইশারায়

মন ভোলাতে, তন্দ্রা রাতে, মধুর বিছানায়!


স্রোতের দেশে মুক্তো হয়ে জমছে চোখের জল,

পরিস্ফুট হচ্ছে যেমন গোপন-প্রেমীর ছল।

স্বাধীন বাতাস মগ্ন হয়ে নাড়ছে হাওয়া-কল,

শুধাচ্ছে সে, "মনের কথা? বলবি যদি বল!"


বুকের গেরোয় থমকে আছে ভাবের বেদনা,

ছত্রভঙ্গ স্বপ্নপুরীর অশেষ সাধনা।

রুগ্ন হৃদয় বলছে হেঁকে, "আবার বেঁধো না!"

বাঁধনছাড়া মুক্তিলাভের অলীক কল্পনা।



সময়


নেশায় নেশায় খেলছে দেখ রঙের খেলা -

দোলের দোলায় দুলছে একা কিসের মেলা?

পাগল নেশা, বাঁধন খুলে, ভাঁটার টানে

গিলছে কত স্বপ্ন-বিভোর দিনের ভেলা।


একায় একায় হচ্ছে লড়াই, মরছে কত -

বহ্নিশিখায় সাতরঙা সব মথের মতো!

বিজলী বাতির, দেদীপ্যমান, ঘোরের টানে

উঠছে জেগে নিমগ্ন সব চিন্তা যত।


কথায় কথায় প্রাণের পাখী বিবাদমুখী -

সনাতনীর ধর্ম ভেঙে বেজায় সুখী!

রাতের তারার, বিলম্বিত, কালের টানে

কল্পনার এক পর্দা ঠেলে আলতো উঁকি।


ঠেকছে মরণ, কাঁটায় কাঁটায়, ঘড়ির সুরে -

জীবন থেকে জীবাশ্মে। সারাংশ ঘুরে

বিঁধছে এসে হৃদয়-মাঝে; রাগের টানে,

শূন্যতারই বাঈজী নাচের অন্তঃপুরে।



পরিশিষ্ট ৪


পায়ের পাতাতে তার নূপুরের ছনছনানি নেই,

মাথার সিঁথিতে তার সিঁদুরের রগরগানি নেই,

যোনির দুয়ারে তার কৌমার্য্যের খটখটানি নেই,

নিজের ভুবন আছে, ভুবন জুড়ে আমি নেই!



চেতনা জাগার আগে

(সহযোগী কবি: জবা মুখার্জ্জী)


আর কত ঘন হবে রক্তের দাগ -

বিস্মৃত হবে কত সময়ের রাগ -

বঞ্চিত হবে কত পৃথিবীর ভাগ -

চেতনা জাগার আগে?


আর কত খর হবে রাষ্ট্রের স্বর -

কত কোটি প্রাণ নেবে উত্তাল ঝড় -

কত লাখ ভোর হবে নিঠুর, নিথর -

চেতনা জাগার আগে?


আর কত মিছে রণ দেখবে পৃথিবী-

আঁকা হবে চিত্রপটে কত ধ্বংসের ছবি-

আর কত বিস্ফোরণ বাকি বলো কবি-

চেতনা জাগার আগে?


আর কত জমবে ধূলা হৃদয়ের স্তরে -

কত চিতা জ্বলবে আর অন্তরে বাহিরে -

সরে যাবো কত মোরা দূর হতে দূরে -

চেতনা জাগার আগে?


আর কত নগ্ন হবে ধর্মান্ধতা -

কত বিষ বাষ্প বধিবে মানবতা -

টেনে নিয়ে যাবে কোথা এই হিংস্রতা -

চেতনা জাগার আগে?


আর কত ক্ষীণ হবে সজলের ডাক -

ক্লেদাক্ত হবে কত মননের পাঁক -

বিষাক্ত হবে কত চরমের হাঁক -

চেতনা জাগার আগে?



পরিশিষ্ট ৩


ত্রাসের বণিক সকল,

মৃতের ধর্ম না দেখে পারে না।

ভোটের র‍্যালিতে কোরোনা ছড়াতে

হৃদয়ে কাঁপন ধরে না।।



Chandalfaaz 18


Aaye the kabhi zehen mein, jab sapno mein bhi dard thi

Fikr bas jaan kaa thaa, chuki zindagi muh-kar thi.



ঘর-ভোলা


বছর ঘুরেছে কত, পৃথিবীর আবর্তের সাথে; শীত গেছে, গ্রীষ্ম গেছে, গেছে শরৎকাল; তার বেয়ে গড়িয়েছে ফোঁটা ফোঁটা অতীতের রস - সে ঘরে ফেরেনি।

শহর দেখেছে কত, দেশ- বা দেশান্তর-পথে; তারই মাঝে একটিতে নির্ভয়ে বানিয়েছে বাড়ী; দু'প্রান্তে পড়ে তার আত্মীয়, প্রিয়জন শত - সে ঘরে ফেরেনি।

শান্ত সাগর কত দিয়েছে সে পাড়ি; লাস্যময়ী নারীর শরীর ছুঁয়ে ঝরে গেছে ঘাম, কিম্বা বৃষ্টির জল; গাল বেয়ে গড়িয়েছে বিন্দু বিন্দু স্বপ্ন-ভাঙা ছল - সে ঘরে ফেরেনি।

স্তব্ধ লেখনী ফের বাঁধ ভেঙে হয়েছে বাঙ্ময় সাড়া দিয়ে বুকপোড়া আর্ত-চিৎকারের সুরে; ছাই হয়ে উড়ে গেছে, ছেঁড়া মেঘে ভর করে, সময় - সে ঘরে ফেরেনি।

শ্রান্ত পদক্ষেপে আলোছায়া, লাল-বাতি জগৎ নিঃসঙ্গ ব্যর্থতায় পা'য়ে পা'য়ে হয়েছে সে পার, খুচরো খুচরো জুড়ে সুখ কিনে হয়েছে বিভোর তবু, ঘরে ফেরেনি।

দুঃখবিলাসে তার সুরাসঙ্গে তাণ্ডব; সাথী, সব সাথীহারা, কম দামে বেচেছে হৃদয়; বেছে বেছে ভোর এনে রাতজাগা পাখীদের ঘুমে - সে ঘর চেনেনি।

মানুষ দেখেছে কত; ভালো-মন্দ, দুস্থ বা ধনী; নিশ্চুপে শুনেছে সে আত্মার আত্মজ ডাক, সঙ্কোচে সদ্গতি প্রাপ্ত হয়েছে কত রাগ - সে ঘরে ফেরেনি।

ঘর-ভোলা, পান্ডু সে; হরবোলা, দড়ি-ছেঁড়া গরু; নির্লিপ্ত নীলোৎপল ক্ষনিকের দিয়েছে আশ্রয়, বিষ-মাখা দৃষ্টিতে খুঁজে ফিরে ঘুম-ভাঙা আলো - সে ঘর চেনেনি।

আঁধারে বসতি তার, শাপদ সত্তার ভার শিকার করেছে তার উলঙ্গ বেদনার স্বর; গলা-টেপা আক্রোশে - প্রতিবাদী - হয়েছে সে লাশ, তবু ঘরে ফেরেনি।

ঘর বাঁধা বিলাসিতা, জেনেছে সে আদিম বিস্ময়ে; দুন্দুভি, ক'রে নাদ, মেঠোপথে নামিয়েছে তাকে; ঘরছাড়া, মূল-ছেঁড়া; পথ-পাশে করেছে সে বাস - তাকে কেউ চেনেনি।

সোমত্ত সময়-সাথে আজীবন বেঁধেছে সে পাশ; রোদ-রাঙা উত্তাপে, টোপ ফেলে, হয়েছে শবর ঘর - তাকে ইশারায়, স্বপ্নীল, দেখিয়েছে ছবি; তবু, সে ঘরে ফেরেনি।



Chandalfaaz 17


Jo honaa thaa, woh hi huya Jo nahi honaa thaa, nahi huya Waqt ki barbaadi hai sochnaa ki Kya galat aur kya sahi huya.



Chandalfaaz 16


Tum diye jalaaye rakho Andheraa nahi mitegaa.



Chandalfaaz 15

Dil jawaab de detaa hain,

Nazrein nahi

Jo khwaabo mein baste hain,

Kabhi mit-te nahi.



যেন স্মৃতির গভীরে


কখনও চোখের কোনে - অলক্ষ্যে - কোনো এক জলের ফোঁটায়; কখনও বা এলোমেলো, অবিন্যস্ত এক চুলের খোঁপায়; তোমায় দেখেছি - যেন স্মৃতির গভীরে লুকোনো খঞ্জরের রক্তিম আঘাতের বিহ্বলতায়।

কখনও বা রাত-জাগা, ঘুম-চোরা অতীতের আস্তরণে; কখনও বা নিদ্রিত, মুখপোড়া লজ্জার সন্তরণে; তোমায় দেখেছি - যেন স্মৃতির গভীরে আলো আর আঁধারের সুপ্ত, নিমজ্জিত সন্ধিক্ষণে।

কখনও বরফ-পাথারে এক ভুলবোঝা স্বপ্নের গল্প ফেঁদে; কখনও নদীর কিনারে এক জাল-ভোলা জেলে-নাও লুকিয়ে বেঁধে; তোমায় দেখেছি - যেন স্মৃতির গভীরে রিক্ত সে মাল্লার আল্লাহর ফরিয়াদে গাজন সেধে।

কখনও শুভ্রশশী-আদিষ্ট, নির্বোধ প্রণয়রোগে; কখনও বা নেশাতুর, আবছায়া কামনার গুপ্ত ভোগে; তোমায় দেখেছি - যেন স্মৃতির গভীরে দগদগে ঘায়ে লেপা মলমের ক্ষণিকের অমনোযোগে।



পরিশিষ্ট ২


আলোর মেলায়, আলোর খেলায় উদ্ভাসিত; স্বপ্ন আমার সত্যি হলো! প্রকৃতি, মা, রত্ন তোমার চোখধাঁধানো! তোমার কাছেই ঋণী - তোমার বুকেই জন্ম আমার, তোমারেই প্রণমী!



The Fole

Let that one tear fall, To see if it'd be all. If the past is a tell, We'll all get washed-up well.

Let that one tear roll, Take the feelings on a stroll. If the past is really gone, We'll sing it a fateful song.

Let the night take its price For the sullen and the nice. In the past we can't live; Time turns a whole new leaf.

Let the night maroon Death, 'til we find the isle again - In the Past's submerged depths, With all the secrets it kept.

On a meadow yonder fore Time beckons to Life's galore. On the leaves in past of Time, We've buried all that's mine.

In this mindless forward thrust; All but shadows, all but lust, All but faces - with no soul - The joke's but on the fole.



Chandalfaaz 14


Bhulaaye huye sapne kayi Zehen mein se ubhar aaye, Bandh khidki se ubharti Chaandnee ki ek tukde ki tarah.


Chandalfaaz 13


Kabhi na aayi tu;

Kabhi aane ke jo tu ney waadein kiye the,

Alfaazon ke aar mein chhupaate hai gham

Kabhi tere bahaane jo humne jiyein the.



Chandalfaaz 12


Kaisi pyaas hai, ae diljale,

Jo bas aag se bujhe;

Dasht-e-Tanhaai mein ek raat

Jo chiraag se bujhe.



মহাভারত


মহাভারতের প্রতি নগণ্য অধ্যায়ে

উত্থান-পতনে আসে চরিত্র অশেষ,

থাকে দুর্নিবার কাহিনী কেবল এক।


ঠুনকো বাঁধনে বাঁধা মোটাসোটা দেহ;

তারই মাঝে বয়ে চলে শাশ্বত আখ্যান,

যেন অনন্তধারার এক স্রোতস্বিনী -

কখনও উচ্ছল, কখনও কঙ্কালসার;

চুপি-চুপি পা-টিপে চলা -

অবরুদ্ধ ভাবনা হ'তে

প্রগলভ্ ব্যক্তিত্বে বিবর্তন।


চরিত্র আসে-যায়, সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে,

প'ড়ে থাকে বর্তমান,

ইতিহাসের সাক্ষী হয়ে কত!


যুগ-যুগান্তর ব্যাপী ঠিক-ভুল,

ন্যায়-অন্যায় তর্ক;

তারই মাঝে অদেখা কোনো সীমিত জীবন -

মহাকালের পঞ্জিকায় অনুপলের উপস্থিতি -

প্রভাবিত করবে ভাবে সনাতন প্রকৃতির খেলা;

মানবজন্মের এক আদিম গর্ব্বে উদ্ধত!


বাণী তার চিরন্তন মহাবিশ্বের আগ্রাসী গহ্বরে

প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে বক্ষপিঞ্জরে।

পরাজিত, পরাভূত মর্মের খোঁজে ফেরে ভুবন;

অর্থেও অর্থহীন, ধনী কোনো কাঙালের বেশে।


নিঃশব্দে উদ্ভুত মৃত্যুর অবিনশ্বর সত্তা

বিচ্ছিন্ন করে তার সংসারের শিথিল বন্ধন,

নিক্ষেপ করে তার সার

বৃত্তাকার সময়ের সুরতিতে।


মহাভারতের কোন' অগণিত অধ্যায়ের পাতে',

পাদটীকা মনে রাখে সংকল্পিত, অব্যক্ত স্বর।

মহাকাশে ভেসে চলা নক্ষত্রে, কণায় প্রখ্যাত -

ফিসফিসে মিশে যাওয়া - সত্ত্বের অশ্রুত ঝড়।



Houses


In all the houses men can build,

In pretence of being safe and sound,

Their nemesis will penetrate

The oft-unguarded underground.


In that peated, mossy subterrain,

Where waves but shyly sneak a peek,

Lay the corpse of all past sanity

At the bludgeoned Future's hopeless feet.


In that curmudgeonly stench of woe,

Where squirrels drop their acorn seed

For the pastures of a renewed hope,

As always, all a man would need.


In that evil's den of Devil's Snare,

Where kismet's often sold and bought,

The motley scribes of destinies;

On hapless peoples; fates their wrought.


And on such nights as Chance bestowed

A sliver of her own moonlight,

The scribes from their slumbers 'rose

To justify the wrong and right.


Amidst those hallowed ruins of Luck

The crows their conjured praises sung,

For those who were to reap the gifts

And those whose slender necks were wrung.


Inasmuch as the scribes foretell,

The ebonies of plunders, owe;

By sacrament; the fateful debt

Of restoring the status quo.



Chandalfaaz 11


Baithey hai hum khushi ke fawwaare liye haath mein

Arso baad insaan mile insaano ke saath mein

Iltejaa hai ke aise kismat ho meherbaan

Ki yeh shaam-e-mehfil na dhale maatam ki raat mein.



Chandalfaaz 10


Chaand ki chaandnee mein daag hogaa,

Man mein malang saa koi raag hogaa,

Chaandnee ki aashiyaane taley

Dil mein milan ki ek aag hoga.


দাগ


চশমার কাঁচে লাগা দাগটার মতো;

'মুছি-মুছি' করে, মোছা হয়ে ওঠেনা আর -

কত ধুলো, কত ঘাম-তেল-জল-ময়লা -

জামার কাপড়ে ঘষা সহজ সমাধান।


থেকে যায় চশমার দাগটুকু তবু -

"সহজে যাওয়ার নয়!", দেয় জানান।

কিঞ্চিৎ আবছা দৃষ্টির গোচরে

ধূসর পৃথিবী সারে সূর্যাস্তের স্নান।

কাঁচ-ঘষা দাগটুকু পড়ে থাকে তাও -

অবহেলা কমায়ও না, বাড়ায়ও না তাকে।

ভবিতব্যের টানে বয়ে চলা সময়

দাগের বয়স গুনে, হিসাব লিখে রাখে।

চশমার বদল হয় চোখের খেয়ালে -

ডাক্তার; বাছাবাছি ফ্রেম্-লেন্স কত!

দৃষ্টিতে লেগে থাকে দাগখানা যেন,

পুর'নো পুঁথির পাতে' বদনামের মতো।

চোখে ছানী কাটা পড়ে - লেসিকের জাদু -

ঝকঝকে দৃষ্টিতে উদ্ভাসিত আলো!

দাগ তবু রয়ে যায়; মুদলেও চোখ -

এত সাদা, এত রঙে একফালি কালো!

মনের গভীরে দাগ গাঢ় হয় আরও!

ন্যুব্জ ধমনী বেয়ে রক্তের স্রোতে,

দাগে-দাগে দেগে যাওয়া অন্তরের ছবি,

স্মৃতির কবর খুঁড়ে রংতুলি খোঁজে।

মুছে-যাওয়া সময়ের ভুলে-যাওয়া গান

বেহালার সুর তোলে তোলপাড় বুকে,

বেদনার নোটবুকে দেগে যায় তান,

দাগ কেটে স্মৃতি আঁকে চশমার চোখে।

চশমার কাঁচে লাগা দাগটার প্রাণ -

প্রাণের প্রান্তে ভাসা বিস্মৃতির ডাক -

সবলে সে মাথা কুটে স্মরণের ভিতে;

বলে, "মন্দ বা ভালো - স্মৃতি যত আছে, থাক!"



মানস-দূর্গা


তোমার যাহা মাথার মণি; আমার অভিশাপ; মূর্ত তুমি, মৃত্তিকাতে গড়ন ধরা পাপ! উন্মত্ত, গগন-ভেদী, আগমনের তাপ; মূর্ত তুমি, খড়ের খাঁচায় গড়ন ধরা পাপ!

বিহ্বলকর দশভূজের কোমল হস্ত-ছাপ; মূর্ত তুমি, পটচিত্রে গড়ন ধরা পাপ! সিংহনাদে, অসুরবধে, দুষ্টের বিলাপ; মূর্ত তুমি, প্রতিমাতে গড়ন ধরা পাপ!



Silhouettes


Like silhouettes in the dark, Like dreams from the past, Like the flames of old Forbidden to everlast.

Like engravings on a stone, Like memories - bloodborne, Eroded by the flow, washed Away by times bygone.


ভাঙন


ভাঙনের কত ধরন হয়! ভাঙনের কত কারণ হয়! আঘাতে আঘাতে, বুকের খাঁচায়, হৃদস্পন্দন বারণ হয়।

জীবনের কত গতি হয়! সময়ের অবনতি হয়! হারতে হারতে, বিজয়লাভের শ্রাদ্ধের প্রস্তুতি হয়।

নিরাশ সাগরে তরী হায়, দিশেহারা হয়ে মিশে যায়! হারাতে হারাতে, স্বপ্ন দেখার জীবাশ্ম শুধু থেকে যায়।



আবর্ত


অলীক স্বপ্ন লুকিয়ে শুধায়, "সত্য কত দূর?" ভোরের আলো জাগিয়ে তোলে পাগলা বাঁশির সুর। কনক-কাঁকন ঝঙ্কারে গায় মোক্ষলাভের আশ', ক্ষণিক সুখের হাতছানি দেয় মুক্ত পরবাস। ভবের মেলায় হারিয়ে যাওয়ার মুহূর্তক্ষণ আগে ভবিও ভোলে গানের বোলে, নূতন-শুরুর রাগে।

ঘুমের ঘোরে জীবন যখন রাতের চরকা কাটে: ঘর্ষণে তার, নিঃস্ব আঁধার আলোর নেশায় মাতে, ভুলিয়ে সকল অতীত-যাতন', অবশ করে মন, নয়ন-ভেলায় পালের হাওয়া লাগায় ক্ষণেক্ষণ। ভাসিয়ে সকল বুদ্ধি, বিবেক; ডিঙিয়ে সকল বাধা, সুরের টানে; বৃন্দাবনে; কৃষ্ণ খোঁজে রাধা।

ভাগ্যে-টানা রথের চাকার অবধারিত দ্রোহে নাটক শেষে পর্দা নামে সুখস্বপ্নের মোহে। ক্লান্ত ভীষণ, ব্যার্থ জীবন, বিফল চোখে চায় - নয়নতরীর সাগরপাড়ি ভুলের মোহনায়। কালের কলম দুখের পুঁথির আর এক পাতা জোড়ে, রঙিন রাতের অবসানে, নিত্য-ধূসর ভোরে।



Chandalfaaz 9


Koi pyaas bujhaane aa jaaye

Koi ghataa ban ke chhaa jaaye

Baadal se baras ke koi

Saare armaan mitaa jaaye!



Chandalfaaz 8


Na bichhde kabhi aasmaan se zameen Shamaa-e-wasl kahin door jaltaa hai Shikast ke siron pe lekin Bujhaa ke lau kahin raat dhaltaa hai.



যকের ধন


আঘাত যত দিয়ে গেলে, একটু ভালোবাসা - রইলো পড়ে আমার কাছে - আমার যকের ধন।

সময় যত দিলেম তোমায়, রাখলে কিছুর দাম। উদ্বৃত্ত সময় যত - আমার যকের ধন।

পুরি'য়ে যত মনের আশা, পুড়িয়ে যত আশ' - ছাইয়ের গাদায় মুখ লুকানো - আমার যকের ধন।

কথায় যত কথার খেলা, সুখের যত ক্ষণ - বাজবে বুকের তানপুরাতে - আমার যকের ধন।

মনের কোঠায় রইলো যত স্মৃতির স্বরূপ আঁকা - পিদিম জ্বেলে খুঁজবে জীবন - আমার যকের ধন।

নেশায় ভোলা, ধোঁয়ায় গোলা সুপ্ত অভিলাষ; যতন করে রাখবো তারে - আমার যকের ধন।

ভবের ভেলায় দিচ্ছি পাড়ি - অপূর্ন, বিজন; মুঠোয় ভরা পারের কড়ি - আমার যকের ধন।

বাসবো ভালো হয়তো আবার, জ্বলবে প্রেমের দীপ; এখন কেবল ব্যথার শরিক আমার যকের ধন।



Chandalfaaz 7


Mehfil mein kabhi jaam ki kami nahi honi chaahiye

Din dhale to shaam ki kami nahi honi chaahiye

Raat to apnaa andheraa le kar zaroor aayega

Roshni ki tab tak gumnaami nahi honi chaahiye.


ঘুম


পূর্ণিমাতে, মাঝ-আকাশে, চাঁদের গায়েও দাগ থাকে; অলীক সুখের অগ্নিশিখায় ব্যথার জ্বালার ভাগ থাকে। মৌনমুখর মধ্যরাতে, ভৈরবী-সুর সুপ্রভাতে সময়-খোঁজা কলের ঘড়ির বিজন, বিলীন রাগ থাকে।

হৃদয়ে চাপা মনের আশা রাখাল হয়ে ঘর খোঁজে - ভোরের প্রথম কুয়াশাতে রাতজাগা শোক, পাপ মোছে। ঘর-পোড়া গো'র সিঁদুর মেঘে ডরের প্রকোপ মাথায় রেখে; বাদল-ঘন, ধূসর গগন সূর্যালোকের তাপ খোঁজে।

মরুতৃষা, আঁধার মুড়ে, ঊষার স্বপ্নে রাত কাটায়; রোদের আদর, নরম হাতে, খন্ড-প্রেমের আশ' জাগায়। চন্দ্রালোকের কোমল শোভায়, বিশ্বব্যাপী মগ্ন প্রভায় চোখধাঁধানো কল্পনা সব - যমের দো'রে ধাক্কা খায়।

ভুলিয়ে ভোলা, কাতর স্মৃতি পূর্ণিমাতে রাত জাগায়; বুকের খাঁচায়; স্তব্ধ সুরে; রিক্ত, করুন তাল বাজায় - অশ্রুজলের আঁচল পাতে দুঃস্বপ্নের সীমানাতে। রক্ত-বিষের তীক্ষ্ম অসুখ কাঁটার খেলায় মন মাতায় - জড়িয়ে ধরে বক্ষে তারে, রক্তক্ষরণ ঘুম পাড়ায়।


নীরবতা


এ' মন ব্যথা বোঝে, কথা বোঝে না; এ' মন, নিরাশ চোখে, আশা খোঁজে না; এ' মন আগুন চেনে, জ্বালা বোঝে না; এ' মন, দুঃখে, সুখের পালা খোঁজে না।

এ' মন, ভাবের ঘোরে, ভুবন চেনে না; এ' মন, নিঃস্ব হাতে, স্বপন কেনে না; এ' মন, কথার ফেরে, ভাঙন চেনে না; এ' মন ঘর বাঁধে, তার দলীল কেনে না।

এ' মন - কুড়িয়ে, চেয়ে - পাওয়া ভোলে না; এ' মন, ঘুরিয়ে চাবি, তালা খোলে না; এ' মন স্মৃতির খাঁজে অমোঘ ভোলে না; এ' মন, মিথ্যে, বুকের দোলায় দোলে না।

এ' মন সব জানে, তাও বিপদ বোঝে না; এ' মন, রংতুলিতে, বেদন খোঁজে না; এ' মন সব বোঝে, তাও বুঝেও বোঝে না; এ' মন নীরব থেকে, বিহিত খোঁজে না।


Chandalfaaz 6


Patthar patthar se takraake toot taa nahi Dil magar takraar se toot taa hai Jhooth se yakeen kabhi chhoot taa nahi Sach se takraake phir dil toot taa hai.



পরিশিষ্ট ১


শহর পড়ে পায়ের নিচে, শহর আমার নয়। সব পেয়েছি নীল আকাশে, খবর আমার নয়।।



বিলাপ


তোমায় মনে পড়ছে কেন - প্রতি পদক্ষেপে, বিরহের আক্ষেপে?

তোমায় মনে পড়ছে কেন - ক্ষণিক স্বপ্নাভায়, নূতন ভালো লাগায়?

তোমায় হৃদয় দিয়ে চেয়ে পেলাম কানা-কড়ি; ঘুমের ঘরে চুরি।

তোমায় আগলে, অনুরাগে; নিথর হলো প্রাণের মায়া প্রেমের অস্তরাগে।

তোমায় যতন করে, প্রিয়ে, গোলাপ দিলাম; কাঁটার দামে আপনাকে বিকিয়ে।

তোমায় মনে পড়ছে তবু - শ্বেতশুভ্র ভোরে, অথবা নেশার ঘোরে!

আমার মনের জাদুঘরে রাখতে তোমায়; জরিমানা; রক্তে দিতে হবে।

তোমার কয়েদ আমি আজও - সত্তা তোমার প্রহরী যার; ঘুমের ফাঁকে বাঁচো।


Phantom


At this long and lonely beach You'll find a ghost, at times As a weakened whisper - each And every time the sea-wind chimes.

On this bleak, abandoned shore; The phantom sifts through sand; In the cursed moonlight's glow Life deals it a biased hand.

And yet, the phantom plays; In humour, takes Life's games; Knowing Chance squanders days On the ocean's rolling waves.

What is but a phantom now, Had once a kindred soul, And it dreamt of when and how To sail the oceans, whole.

For it knew it had, in spades, What people said it ought - To quell the darkened shades O'er the realm of selfless thought.

But, a quintessential play, From Life's cunning, scored - With Life's unknown gain, All laboured plans it bored.

Since moments of that loss Despair grew, as norm, And quietly, all across, Assumed the phantom form.

Now on the dim-lit nights The phantom prowls the seas; Its search for dull ship-lights But a deadly, cold disease.

If you hear the phantom's song, Sing along and don't refrain! For it has longed, for long, For a soul to share its pain.


কালের পরিহাস


সকল বাতির নষ্ট তারা - আঁধারে নিক্ষিপ্ত যারা - দৃপ্ত, তবু লাশ; সদলবলে লক্ষ্য করে কালের পরিহাস!

সেতার-ছেঁড়া তারের খোঁপা শূন্যে ভাসে - জীর্ণ, বোবা, নিথর ইতিহাস - অঘোর ঘুমে বাদ্য বাজায় কালের পরিহাস!

অভীক আঙুল সভয়ে ছোঁয়া - হাত বাড়ালেই কেবল ধোঁয়া - বাঁধতে না'রি ফাঁস; গ্রেপ্তারিতে পরওয়ানা কালের পরিহাস!

ভোলার খেলায় হারের ছাপ, স্মৃতির বাসায় বাস্তুসাপ, শৃঙ্খলে নিঃশ্বাস; ছুরির কোপে হৃদয় রাঙায় কালের পরিহাস!



Chandalfaaz 5


Uske jaane ki raah taakte raho Tumhaare dil ke tukre mil jaayenge Dab ke pairo tale wahi tukre Kabhi zakhmo pe phool khilaayenge.



Chandalfaaz 4


Phir yaad unki sataane lagi

Masoom dil ko kaise dilaasaa de?

Tadap se, sitam se taul ke

Maulaa mere is dil ko thodi si qaraar de.



কোথায় আমি বাঁধবো ঘর?


কোথায় আমি বাঁধবো ঘর?

খড়ের ঘরে আগুন লাগে, শুষ্ক বালুচর!

মাটির 'পরে গুঁড়িয়ে গেল মাটির খেলাঘর!

লোহার রডে জংয়ের প্রকোপ,

সিমেন্ট ঝরে চওড়া ফাটল

ভিত নাড়িয়ে ধবসিয়ে দিল যা কিছু নশ্বর!



ভবিতব্য


একাকীত্বের অন্ধকার,

তাতে লাল-বাতির আলো

আর নেশার জোলো ধোঁয়াশা;

এই আমার ভবিতব্যের ফরমান।



কিস্তিমাত


জীবন যেমন মাত দিয়েছে জীবনের খেলায় -

কণ্ঠহারে সাজানো হার, কণ্টক মেলায়।

হৃদয়-পাখির আত্মরতি,

লোহিতকণার তিব্র গতি

হার মেনে হার; হারিয়ে গেছে ভাগ্যের ভেলায়।


সময় যেমন ছাই দিয়েছে ভবিতব্যের চালে -

স্বপন-সাধন বৃথাই রচন উচ্ছিষ্টের থালে।

অসময়ের ভুলানো গান,

আশার আলোয় জুড়ানো প্রাণ

বেঠিক চালে পথ ভুলেছে কালের অন্তরালে।


কাল-ফরমান দিয়ে যায় ডাক, "মৃত্যুপথযাত্রী!

আলোর খেলায় নগ্ন হবে একাকীত্বের রাত্রী।

মুষলধারে বর্ষা এসে

ভাসিয়ে দেবে এক নিমেষে

যন্ত্রণাতে শিক্ত পাঁজর যেই বিবরের ধাত্রী।"


অপার-গতি, অমোঘ-বেগী কালের বিজয়-চাকা;

ধুলায় ফেলে সকল স্মৃতি, আর যা কিছু ফাঁকা;

ভবিষ্যতের কেতন উড়ায়।

মনের আশা মনেই ফুরায়।

অতীত জুড়ে ব্যর্থ সুখের প্রতিচ্ছবি আঁকা।


Loss


Like capillaries, soaking up blood,

It dyes every thread of thought.

In the breath, in the brain,

In the heat and the rain

It flows like a drug.


Like an unwanted friend in the dark;

Stalking every beat of the heart;

It follows every footstep

And shadows every mistake

'Til it touches a nerve.


Its manifestations are many:

Emptiness, longing - bar any -

And loneliness. Across

The gamut of emotions

It runs amok: it's the loss.


There is no escape, but acceptance;

There is no refuge in repentance

For it's absolute in its poignance

And ruthless in its indulgence

Of the dreams that were fraught

With expectations, too loft, and

Unapproved by destiny!



Chandalfaaz 3


Dard shaayad benaam rehtaa hai,

Ibaadat bhi naakaam rehtaa hai,

Mukammal andhere mein waqt ka

Zulm phir bhi tamaam rehta hai.



Fitrat


Shaayari naa hi sahi, shaayar ko bas waqt dijiye

Ashqon se chhune si ehsaason ko shikast dijiye

Jashn-e-jeet mein khadaa bashar-e-minnat, ae Khudaa

Haar kar jeetne ki is wajood ko fitrat dijiye.


Sannaataa


Bikhre sapno mein aaj hawaa jab dil ke mahal se guzarti hai

Sannaatein mein us aahat ki goonj phir tumhaari yaad dilaati hai.



কোথাও মানায় না


তোমার কথায়, তোমার চোখে,

তোমার মনের দুঃখে-সুখে -

আমায় মানায় না।


তোমার স্মৃতির অন্ধকারে,

হাসির রেখায় ঠোঁটের ধারে -

আমায় মানায় না।


তোমার প্রেমের অন্ধ ঘ্রাণে,

নদীর তীরে, ভাঁটার টানে -

আমায় মানায় না।


প্রথম ছোঁয়ার স্পর্শসুখে,

আত্মজয়ের গর্ব্ব বুকে -

আমায় মানায় না।


এক নিমেষে; দূর বিলাতে;

ছোট্ট কথার উল্কাপাতে -

আমায় মানায় না।


ভূবন ভরা সুখের মাঝে

হৃদমাঝারে যে সুর বাজে,

দুঃখ সেথায় লুকিয়ে রাজে -

তোমায় জানায় না।


গানের বোলে কথার খোঁজে,

দিনের শেষের নৈশভোজে,

ব্যাকুল হৃদয়, পদব্রজে,

দিগন্ত পায় না -


একলা পথে, আঁধার-পানে,

এক ঝলকের সেই সোপানে,

ভালোবাসার মর্মস্থানে

আগুন জ্বালায় না।


আমায় কোথাও মানায় না।



The Search


Right in the midst of the frost,

Something invisible was lost.

Maybe not always, but still

There will be some dreams and there will

Be a few things left unsaid,

Be a few debts left unpaid,

Be some good memories; unmarred,

Be some tough feelings; unbarred -

Of that, one momentary tryst,

Of that, one improbable twist,

Of that, one figment - unblind -

Of us; impossible to find.



Anger


In the heat of the sun

Something touches my soul:

An anger - like an old wound,

Salted.

And exhilaration;

For I have someone to be angry at,

For I have someone to hear the voices in my head,

For I have someone to care about the frustrations in my heart,

For I have someone to miss,

Someone to love,

Someone to talk to,

Someone to hold close when in pain,

Someone to be disappointed in

When they salt my wounds.

My heart bleeds, again;

Because I finally feel, again.



Let Me Know


Keep me in your mind,

If not in your heart.

If you throw me away,

Let me know.


As rubble I have lived,

On the whims of the wind.

If a storm's on the way,

Let me know.


As pain, I have lived

In the haunts of the soul.

If darkness holds sway,

Let me know.


As a nomad I've lived

In time's abyss.

At the end of the day,

Let me know.


When you close your eyes

And open your heart

To find love's decay,

Let me know.



Will You?


Will you let my heart burn In the fires of Hell, If I set you free? Will you let it feel alive With pain again, If I set you free?

Do you know what My hurt-locker needs, In a quest to weather the storm? Do you know how My tear glands bleed, To internalise the burn?

Will you recognise, In my agony, The wicked guiles of Fate? Will you stigmatize All my loneliness As a need to feel safe?

Were you ever there, In the harrowed halls, At the depth of my core? Were you mourning in All my foolishness, 'til your soul went sore?

Are you magical In your capacity, To read the taciturn? Are you fanatical In your true belief, That life's a lonely churn?

Are you searching For the answers, In the questions never asked? In Love's game, Will those answers Accomplish the task?

If I sail in To the unknown, Would you take a leap of faith? Would you love me For what I was And my future of mistakes?

Would you slap me Back to real-life, When I need a wake-up call? Or, tend to me If I hurt myself; In tryn'a break your fall?

If I give you All I have And everything I don't; Will you do what No one wants to - Or, even no one won't?



Dilkash


Tadapte hai woh jo apnaate hai; Apne jo dagaa de to Khudaa bhi bebas ban jaaye. Junoon jab sawaar ho sir pe Aashiqui ka to, bhulaa ke sitam, Yeh tadap bhi dilkash ban jaaye.



Nibhaayaa Kijiye


Waadein kar ke aise naa sataayaa kijiye

Jo khaaye the kasmein, nibhaayaa kijiye

Umeed baawafaayi ki jo karte hai aapse

Unhe bewafaayi mein na mitaayaa kijiye!



Woh Aayegi Kabhi


Woh aayegi kabhi

Ghataayein cheer ke jab

Ujaalon mein bayaan hogi

Humaari pyaar ki daastaan;

Tanhaa kaheen veeraane mein

Jab roti hogi yeh aasmaan;

Woh aayegi tabhi

Ujaalon mein ban ke nishaan.


Masarrat ke, duyaon ke,

Ilm ke paar jo hai dil ke armaan;

Raakh mein dabi aas se pare

Nakhlistan jo hai ishq ka jaahaan;

Sholay se bhadakte huye jab

Zakhm phir se honge jawaan;

Woh aayegi tabhi

Ujaalon mein ban ke nishaan.



Iztiraab


Pehle jaahaan iztiraab thaa

Aaj waahaan sukoon hai;

Dil ki galiyon se guzarti aaj

Surkh nayee khoon hai -

Jo khoon kabhi neela thaa,

Jo zeher us mein milaa thaa,

Woh kash kash ki zindagi

Aaj kaamil si ek raag hai -

Aur raakh se parindey aaj

Roshan si ek aag hai.



Mezbaan


Nahi dil ka raahaa ab koi qaraar

Aagaaz jo huye tumhaare nishaan

Itr se karte ho mehboob pe waar

Shaukat-e-Andaaz kaa yeh dil mezbaan.



পথের আলো


ভােরের আলোয় পেয়ছি যেই আলোর ঠিকানা

আঁধার রাতে খুঁজে ফিরি তারে।

তোমার চােখের অতলব্যাপি জানা-অজানা

আলোর মালা স্বপ্ন-পথের ধারে।।



আগমনী


কখন এক আলোর ঝলক,

দুলিয়ে নোলক,

বাজায় প্রাণে মাতাল ঢোলক!

ক্লান্ত শ্বাসে

তৃষ্ণা আসে;

বাঁচার তৃষায় আনন্দলোক।


কােনো এক পীরের বাণী,

চােখের পানি,

ভাবের ভবে আত্মগ্লানি!

মরণ শেষে,

হৃদয়-দেশে

তোমার আসার আগমনী।



দেখেছ কি কালবােশেখি?


দেখেছ কি কালবােশেখির চােখে কাজল কালো ছায়া -

মেঘের কােলে, জলের তােড়ে মত্ত হাওয়ার মায়া?

উড়িয়ে নিয়ে গেল সুদূর তেপান্তরের 'পার;

ঘরের যে, সে রইল ঘরে; বাহির যে, সে বা’র।

চােখে হারায়, তবু শুধায়, কখন পথের শেষে

কালবােশেখির উগ্র ঝড়ে বুকের ঝড়ে মেশে?

তাণ্ডবে সে ছিঁড়বে সকল পুরানো নাগপাশ,

ঝড়ের কােলে জন্ম নেবে নূতন ইতিহাস!



মনখারাপ


মনখারাপের ওঠা-পড়া, মনখারাপে শেষ;

মনখারাপে মনের কথার মনেই থাকে রেশ।

মনখারাপে মনের মানুষ, সকাল-বিকেল খোঁজ;

দিন-মাস-সাল মনখারাপেই কাটতে থাকে রোজ।


মনখারাপের বোঝা-পড়ায় আপন হবে পর,

পরের ঘরে আপন হয়ে উঠবে মনে ঝড়,

আপন-পরের বাঁধন ছিঁড়ে মনখারাপের জাল

আত্মহনন, সমাজ-সেবায় বাঁধবে কিছুকাল।


মনের গহীন, অতল তলে মনখারাপের ভয়;

মনের কথা, মনের মানুষ, মনের কোঠায় র'য়।

মনখারাপের মন মানেনা, মনের সাথে ষড় -

দুঃখ-সুখে মন ভুলিয়ে হৃদমাঝারে ঘর।


অন্ধকারের বর্ম চিরে মুক্তিলাভের আশ;

মনখারাপের শত্রূ হলো বিশ্বাস ও নিশ্বাস,

যুদ্ধ বাধে মন-মুলুকে, মনখারাপের দেশে;

অট্টহাসি, আর্ত-রোদন, রণক্ষেত্রে মেশে;


রক্ত ঝরে হৃদয়-কোলে, বর্ষা নামে চোখে,

আগুন জ্বেলে মনের জ্বালা স্বপন-সাধন ফোঁকে।

মন বোঝেনা, পরিস্থিতির বদান্যতায় সব -

মনখারাপের জয়ধ্বনি, মনের পরাভব।



বেড়ি


সিঁদুর রঙে রাঙিয়ে দিয়ে তারে,

সাত-পাকে তার বেড়ি বাঁধে পা'য়ে;

অতল জলের অবিশ্রান্ত ধারে,

দিনের শেষের আলোর ঠিকানায়।



Chandalfaaz 2


Kahaani hum likhne baithte hai

Daastaan zindagi likh jaati hai,

Patthar-dil insaan mein bhi

Khudaa ko deewaangi dikh jaati hai.



Rukhsaar


Rubinaa rukhsaar teraa

Palko pe aagaaz teraa

Falak pe anjaam, kahin

Bewajood nishaan mera



Taar


Ab lagtaa hai dil mein abhi bhi ek taar baaki hai

Us mein dhun to nahin, phir bhi thodi khumaar baaki hai

Khaamosh dil ko lekin bebaak hone mein waqt chaahiye

Hum jaise diljale ko shaayad diljali si koi dildaar chahiye



Owls


The night belongs to the owls,

For they are better than the stars,

Challenging the stillness

And lifelessness of the night;

Instead of decorating it, reinforcing it, sugar-coating it!


The canopy engulfs the world

While the mind wanders,

Felling notions, severing ties,

Forming new ones

To breach borders, authority and time.


The night belongs to the mind.

In its temple, it's free.

In the darkness, it's bright.

At its lowest, full of might.

It slaves the day and rules the night;

The night that belongs to the owls.




145 views0 comments
Post: Blog2_Post
bottom of page